Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারিবারিক কলহে গৃহবধূ খুন, সড়ক দুর্ঘটনায় নিহত ১

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউপিঃ চরউত্তরবন্দ গ্রামে গৃহবধূ খুন ও সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এলাকাবাসী ও থানা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকাল ১১ টায় পারিবারিক কলহের জের ধরে চরউত্তরবন্দ গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী কাজলী বেগম (৪০) কে তার চাচাত দেবর মৃত ইমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) কোদালের আঘাতে মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় কাজলী বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। অপরদিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহা-সড়কের নান্দাইল উপজেলার অরণ্যপাশা নামক স্থানে সন্ধ্যা ৮ টায় রাস্তা পারপার হওয়ার সময় ধরগাঁও গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৪৮) অবৈধ টমটমের চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার বিষয়টি সতত্যা স্বীকার করেছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান ও নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ওহিদুজ্জামান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ