Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর আসার আগেই কনে উধাও

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন। আর কয়েক ঘন্টা পরই বরযাত্রী আসবে। মুহূর্তের মধ্যে বিয়ে বাড়ীর আনন্দের মধ্যে কান্নার রোল পড়ে। যেন দুই পরিবারের মধ্যে মরাকান্না। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের দিন বরের দেয়া স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে কনে তার প্রেমিকের সাথে উধাও হয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার সদর পৌর সভার ঝাউগড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বরের পিতা বাদী হয়ে আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, ওই গ্রামের আসকর আলীর কন্যা হালিমা বেগম ওরফে শিখা (১৮) এর সঙ্গে ঢাকার যাত্রাড়ীর ১৯ নং উত্তর কুতুবখালি ঠিকানার মুক্তিযোদ্ধা আতিকুল্লাহর ছেলে ব্যবসায়ি রাসেল (২৫) এর বিয়ের দিন ধার্য্য ছিল গতকাল শুক্রবার। বর পক্ষ গায়ে হলুদের দিন অথাৎ বিয়ের আগের দিন বৃহস্পতিবার বিকালে কনের জন্য ৩ ভরি ওজনের স্বর্ণালংকারসহ কনের সাজগোজের সকল সরঞ্জাম পাঠিয়ে দেয় কনের বাড়ীতে এবং জাঁকজমক ভাবে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করেন। এদিকে কনের পক্ষ ও সকল আয়োজন সম্পন্ন করেন। বিয়ের দিন সকালে হঠাৎ ঘরে দেখে কনে নেই। প্রথমে মনে করেছিল বিউটি পার্লারে সাজগোঁজ করতে গেছ্ ে। পরে শুরু হয় খোঁজাখুজি। কোথাও না পেয়ে মুহূর্তে বিয়ে বাড়ীতে আনন্দের বদলে কান্নার রোল পড়ে। অপর দিকে বর পক্ষ বর যাত্রী আসার জন্য প্রস্তুত হচ্ছেন। ফোনে খবর পায় কনে নেই। তাদের মান বাঁচাতে বর পক্ষ থানায় একটি লিখিত অভিযোগ দেন। একটি সূত্র জানায়, কনে শিখা বরের দেয়া সকল অলংকার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে তার পিত্রালয় থেকে প্রেমিক একই গ্রামের শহিদুল্লাহর ছেলে ফারুক (২৫) এর সাথে উধাও হয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ