Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বজ্রপাতে যুক্তরাজ্য প্রবাসী নিহত

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : বালাগঞ্জে হাওরে মাছ শিকার করছে গিয়ে বজ্রপাতের ঘটনায় এক যুক্তরাজ্য প্রবাসী নিহত হয়েছেন। এ ছাড়া একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১জন। নিহত যুক্তরাজ্য প্রবাসী মো. নুনু মিয়া উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বরকতপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত অপর ব্যক্তি হলেন স্থানীয় পশ্চিম হায়দরপুর গ্রামের মো. তোয়াহিদ আলী (৬৫)। তাকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় হাওনিয়া হাওরের গুলগোলি কান্দি নামক স্থানে মাছ ধরতে যান। এসময় তসদের উপর বজ্রপাতের আঘাত লাগে। খবর পেয়ে আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা সংকটজনক হিসেবে অবহিত করেন। এরপর তাদের দ্রæত সিলেটের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে মো. নুনু মিয়াকে মৃত হিসেবে ঘোষণা করা হয়। আহত মো. তোয়াহিদ আলী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ