রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মহসিন রাজু, বগুড়া থেকে : মধ্য চৈত্রের গতকাল সকালে বগুড়ায় একটানা ২ ঘণ্টা ধরে বৃষ্টি হয়েছে ঠিক বর্ষাকালের মতোই। বৃষ্টিতে সয়লাব হয়েছে মাঠঘাট। বগুড়া শহর ও শহরতলীর নিচু এলাকায় জমেছে হাঁটু পানি। বগুড়া আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী গত বুধবার সকাল ৭টা ১০ মিনিটে আকাশ কালো মেঘে ঢেঁকে গিয়ে ঝড়ের পূর্বক্ষণের মতো থমথমে পরিস্থিতি তৈরি হলেও ঝড়ের বদলে শুরু হয় মুষল ধারায় বর্ষণ। চলে একটানা সকাল ৯টা ২০ পর্যন্ত। ২ ঘণ্টা ১০ মিনিটের এই বর্ষণে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫৫ মিলি মিটার। সাধারণত চৈত্র মাসে এ ধরনের বর্ষণ রীতিমত বিরল ঘটনা। আবহাওয়া অফিস জানায়, এর আগে ’১৬ সালে চৈত্রের সারা মাসে ২ মিমি, ১৫ সালে ২১ মিমি, ১৪ সালে ৮ মিমি, ’১৩ সালে ৩ মিমি এবং ’১২ সালে এই মাসে বৃষ্টির কোনো রেকর্ডই নেই। এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় প্রায় দু’যুগ ধরে দেখা যাচ্ছে বর্ষকালের চিরায়ত বর্ষণের দেখাই মেলেনি। ফলে এই অঞ্চলের পানির লেয়ার ক্রমশ নি¤œগামী হতে হতে তা এত নিচে নেমে গেছে যে, শহরাঞ্চলে আর হ্যান্ড টিউবওয়েলে পানিই উঠছে না গ্রামাঞ্চলে চাষাবাদের কাজে ব্যবহৃত শ্যালো টিউবওয়েলে সেচের জন্য প্রয়োজনীয় পানি তোলা সম্ভব হচ্ছে না। বিশেষ করে ফেব্রæয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে পানির জন্য হাহাকার পড়ে যায় চারিদিকে। এই অবস্থায় চৈত্র মাসের এই বর্ষণকে ফল ও ফসলের জন্য প্রকৃতির আশীর্বাদ বলেই মনে করছেন আবহাওয়াবিদ ও প্রকৃতি বিশেষজ্ঞরা। কৃষিবিদরাও বলছেন, চৈত্রের এই বর্ষণ সরাসরি বোরো ধানের বেড়ে ওঠা, ধানের ‘গামড়’ (ফুল) আসার ক্ষেত্রে যেমন সহায়ক হবে তেমনি আম, জাম, লিচু কাঁঠালের গুটি বড় হতে বিশেষ উপকারী হবে। সবচেয়ে বড় কথা মাটির নিচের পানির লেয়ার এর নি¤œগামিতা রোধ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।