বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজার শহরের বড়হাটে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানকালে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তার আঘাত সামান্য বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর ১২টা ৫২ মিনিটে অভিযানস্থল থেকে পুলিশের এক সদস্যকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।
পুলিশ সূত্র জানায়, অ্যাম্বুলেন্সে করে যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার নাম কায়সর। তিনি জেলা পুলিশের কনস্টেবল।
কায়সরকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
ঘটনার পর সাংবাদিকের প্রশ্নে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রওশন-উদ-জামান সাংবাদিকদের বলেন, জঙ্গি আস্তানায় বিস্ফোরণে হয়তো জানালার কাচ ভেঙে তা উড়ে এসে ওই পুলিশ সদস্যের গায়ে লেগে থাকতে পারে। তবে গুরুতর কিছু হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।