পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : মোবাইলের মাধ্যমে শেয়ার লেনদেন করতে পারবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)’র বিনিয়োগকারীরা। এ জন্য বিনিয়োগকারীকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ৯ মার্চ থেকে মোবাইলে লেনদেন কার্যক্রম শুরু হবে। ওইদিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মোবাইল ট্রেডিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রে আরও জানা গেছে, আগামী ৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক কর্মকর্তা বলেন, এর আগে ২৫ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এই মোবাইল ট্রেডিং উদ্বোধন করার কথা ছিল। পরে অর্থমন্ত্রী আগামী ৯ মার্চ সময় দিয়েছেন। তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।