Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনিয়োগকারীদের প্রশিক্ষণে বিএসইসির দুটি কমিটি গঠন

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীদের পুঁজিবাজারবিষয়ক জ্ঞান বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এলক্ষ্যে ইতোমধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের আওতায় দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি হলো-১০ সদস্যের স্টিয়ারিং কমিটি এবং ১৫ সদস্যের পৃথক একটি টেকনিক্যাল কমিটি। আর্থিক জ্ঞান বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়ন করবে কমিটি। এছাড়া কমিটি নীতিমালার আলোকে কৌশলসমূহ বাস্তবায়নে পদক্ষেপ নেয়া, অগ্রগতি পর্যবেক্ষণ ও সরকারের সঙ্গে সমন্বয় করবে। আর্থিক জ্ঞান কর্মসূচি বাস্তবায়নে ১৫ সদস্যের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক, সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, ডিএসইর ব্রোকার ডিলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বা সেক্রেটারি, আইসিএবির প্রেসিডেন্ট বা সেক্রেটারি, আইসিএমএবির প্রেসিডেন্ট বা সেক্রেটারি, সিএফএ সোস্যাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট বা সেক্রেটারি, বিএমবিএর প্রেসিডেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বিএসইসির পরিচালক রিপন কুমার দেবনাথ, বিএসইসির পরিচালক আবুল কালাম, বিএসইসির পরিচালক ফারহানা ফারুকী। টেকনিক্যাল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিএসইসির উপ-পরিচালক ওহিদুল ইসলাম। ১০ সদস্যের স্টিয়ারিং কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন বিএসইসির চেয়ারম্যান। কমিটির সদস্য হিসেবে থাকবেন বিএসইসির চার কমিশনার, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের প্রেসিডেন্ট। কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকবেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান। কমিশন প্রয়োজনে স্টিয়ারিং কমিটিতে অতিরিক্ত সদস্য নিতে পারবে। স্টিয়ারিং কমিটির কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে, আর্থিক জ্ঞান সংক্রান্ত কর্মসূচি সম্পর্কিত মূল নীতিনির্ধারক হিসেবে কাজ করবে স্টিয়ারিং কমিটি। ওই কমিটির কার্যপরিধিতে আরও বলা হয়েছে, স্টিয়ারিং কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্যক্তিদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থাও করবে তারা। অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা, সরকারি ও বেসরকারি সংস্থা এবং সরকারের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধনে কাজ করবে স্টিয়ারিং কমিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনিয়োগকারীদের প্রশিক্ষণে বিএসইসির দুটি কমিটি গঠন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ