Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বৃক্ষরোপণ কর্মসূচি

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউকের) নতুন শহর প্রকল্প রূপগঞ্জের পূর্বাচল উপশহর ৯নং সেক্টর এলাকা থেকে শতাধিক চারাগাছ রোপণ করে। এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম। এ সময় রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার (দৈনিক ইনকিলাব), জিএম শহিদ, আরিফ হাসান আরব, এসএম শাহাদাত, সাইফুল ইসলাম, এমদাদুল হক দুলাল, মাহবুব আলম প্রিয়, রুবেল মাহমুদ, মজিবুর রহমান বিজয় ও শেখ সুমন, মাসুদ পারভেজ ও সুজন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় প্রেসক্লাব সভাপতি কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম জানান, রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন রাস্তার পাশে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, ভেষজসহ বিভিন্ন প্রজাতির ৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ