Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ইনল্যান্ড প্রোপার্টিজের বিরুদ্ধে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


প্রতিবেশীর স্বাক্ষর জাল করে রাস্তা কাটার অনুমতি
বগুড়া অফিস : আশির দশকে পৌরসভা কর্তৃক অনুমোদিত রাস্তা কেটে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় ইনল্যান্ড প্রোপার্টিজ নামের এক ডেভেলপার প্রতিষ্ঠান বহুতল ভবন নির্মাণের পাঁয়তারা করছে। সেই সাথে নির্মাণ স্থলের এক প্রতিবেশীর স্বাক্ষর জাল করে বগুড়া পৌরসভা হতে রাস্তা কাটার অনুমতি নিয়ে ওই প্রতিবেশীর গ্যাস সংযোগের রাইজার স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডেভলপার প্রতিষ্ঠান ইনল্যান্ড প্রোপার্টিজ বগুড়া সদরের জলেশ্বরীতলার মৃত সেরাজুল হক সরকারের পুত্র শামছুজ্জোহার নিকট হতে বহুতল ভবন নির্মাণের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়। পরবর্তীতে পৌরসভার রাস্তা কেটে সংকুচিত করাসহ বিল্ডিং কোড উপেক্ষা করে প্রাচীর ভেঙে ইট, বালু, সিমেন্ট রেখে শ্রমিক দ্বারা ভিত খনন করে পিলার তোলার চেষ্টা করলে গত বছরের ৩০ আগস্ট পুলিশ সুপারের নিকট জলেশ্বরীতলার মৃত জয়নুল কবীর রাজার স্ত্রী তারানা কবির অভিযোগ দায়ের করেন। বগুড়ার পুলিশ সুপার অভিযোগটি আমলে নেন এবং তাঁর হস্তক্ষেপে কিছু সময় অসৎ চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু পরবর্তীতে প্রভাবশালীদের সহযোগিতায় আবারো বিল্ডিং কোড উপেক্ষা করার চেষ্টা হলে গত ২১ আগস্ট তারানা কবির, মোছা. নাসিমা বেগম, মো. নাশিত মেমন চৌধুরী, মো. সফিকুল মোর্শেদ বগুড়া সদরের অভিজাত এলাকা জলেশ্বরীতলার রায় বাহাদুর সড়কের নূর মসজিদ সংলগ্ন শামছুজ্জোহার বিরুদ্ধে পৌরসভায় অভিযোগ দাখিল করে। গত বছরের ২১ নভেম্বর বগুড়া পৌরসভা কর্তৃক অনুমোদিত রাস্তাটি বাদে সীমানা প্রাচীর দেয়ার নির্দেশ দিলেও তিনি রায়কে তোয়াক্কা না করে জোরপূর্বক রাস্তা কেটে বহুতল ভবন নির্মাণের চেষ্টা চলছেই। এব্যাপারে পৌরসভাকে জানানো হলে বগুড়া পৌর মেয়রের নির্দেশে প্রকৌশলী জায়গাটি ইতিমধ্যে পরিদর্শন করেছে। আরো জানা যায়, গত ২৩ মার্চ তারিখে স্বাক্ষর জাল করে বগুড়া পৌরসভার রাস্তা খননের আবেদন ও তার নামে বগুড়া পৌরসভা কর্তৃক নির্ধারিত ফি জমা দেয়া হয়। তারানা কবীর বিষয়টি জানার পর গত ২৭ মার্চ স্বাক্ষর জালিয়াতির অভিযোগ দাখিল করেন। বগুড়া পৌরসভার মেয়র এ.কে.এম মাহবুবুর রহমান অভিযোগটি আমলে নিয়ে আগামী ৫ এপ্রিল তারিখে শুনানির দিন ধার্য করেছেন। উল্লেখ্য, গত ১৯ মার্চ বগুড়ার ১ম সিনিয়র সহকারী জজ আদালতে মৃত সেরাজুল হক সরকারের পুত্র জমির মালিক মো. শামছুজ্জোহা ও মোজাফ্ফর রহমানের পুত্র মো. রেজাউল করিম সনেট ইনল্যান্ড প্রোপ্রার্টিজ-এর স্বত্বাধিকারীর বিরুদ্ধে ১২৮/১৭ অন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করে। গত ২৫ মার্চ ২০১৭ তারিখে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কারণ দর্শানোর নোটিশের জবাব না দেয়া পর্যন্ত অথবা পরবর্তী আদালত হতে নির্দেশনা না পাওয়া পর্যন্ত ভবন নির্মাণের সকল কার্যক্রম স্থিতিবস্থা বজায় রাখার বিধান থাকলেও তারা তা মানছেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ