রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : নিখোঁজের ১৬ মাসেও উদ্ধার হয়নি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিজাম খাঁ গ্রামের আমিন উদ্দিনের পুত্র আইয়ুব আলী। ৩ সন্তানের জনক আইয়ুব পরিবারের ভরণ-পোষণের জন্য ঢাকাসহ বিভিন্ন শহরে রিকশা চালাতো। ২০১৫ সালের ডিসেম্বর মাসে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় আইয়ুব। সেদিন থেকে তার কোন খোঁজ-খবর পাওয়া যায়নি। আইয়ুবের আত্মীয়স্বজন ও স্ত্রীসহ অনেকেই খোঁজে বের হলেও তার সন্ধান মেলেনি। গ্রামের অনেকেই ভাবছেন আইয়ুব অন্য কোন মেয়েকে বিয়ে করে গোপন সংসার করছেন। আবার অনেকেই ভাবছেন স্ত্রী সন্তানদের ভুলে গিয়ে আইয়ুব নিজেই আত্মগোপন করেছেন। তার কোন সন্ধান না মেলায় অবশেষে গত ১৭ আগস্ট/২০১৬ তার স্ত্রী শাহিনুর বেগম থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। আইয়ুবের স্ত্রী শাহিনুর জানান, প্রায় ১২/১৩ বছর থেকে ঢাকাসহ বিভিন্ন শহরে রিকশা চালাত। প্রতি সপ্তাহে মোবাইলে কথা বলে বাড়ির খোঁজ-খবর নিতো ও বিকাশের মাধ্যমে টাকা পাঠাতো। প্রতিমাসেই একবার বাড়িতে আসত। কিন্তু ২০১৫ সালের ডিসেম্বর মাসে বাড়ি থেকে বের হওয়ার পর পবিবারের কোন খোঁজ-খবর না নেয়ায় আমরা চিন্তিত হয়ে পড়ি এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করি। কিন্তু তার সন্ধান মেলেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।