Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১ রাতে ৩ বাড়িতে ডাকাতি ঘটিত হয়েছে। বুধবার রাতে উপজেলার হাইজাদী রামনগর ও কাহেন্দী গ্রামে এই ডাকাতির ঘটনাগুলো ঘটে। জানা গেছে, বুধবার রাতের পৃথক পৃথক সময়ে ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে উপজেলার হাইজাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেলের বাড়িতে পাকা বিল্ডিংয়ের কেচি গেইটের তালা কেটে ডাকাত দল ভিতরে প্রবেশ পরিবারের সকল সদস্য ও বেড়াতে আসা মেহমানদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬০ হাজার টাকা, ৮ ভরি ওজনের স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নেয়। একই রাতে একই ইউনিয়নের রামনগর গ্রামে জমির আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বল্লভদী গ্রামের জানে আলমের বাড়িতে ও একই রাতে একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, কেউ ডাকাতির বিষয়ে কোন লিখিত অভিযোগ দেয়নি। তবে খবর নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ