রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : সাভারের আশুলিয়ায় একটি পোষাক কারখানা থেকে ৬৬ লক্ষ টাকার সুতার চালান নিয়ে লাপাত্তা হয়েছে এক কর্মকর্তা। এ ঘটনায় আশুলিয়ায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, জিরাবো এলাকার ‘সিলভার এ্যাপারেলস লিমিটেড’ থেকে ওই কারখানার ষ্টোর ম্যানেজার মোস্তাফিজুর রহমান গত সোমবার ৯হাজার ২৪০ কেজি সুতা অন্য কারখানায় নিয়ে নিটিং করার জন্য বের করে। পরে সুতাগুলো নারায়নগঞ্জের মনির ট্রেডার্স নামের একটি কারখানায় পৌঁছে দেয়া হয়েছে বলে কারখানায় জানায় মোস্তাফিজুর। এরপর থেকে কারখানায় আসা বন্ধ করে দেয় সে। এমনকি তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পায় কারখানা কর্তৃপক্ষ। সিলভার এ্যাপারেলস লিমিটেডের পক্ষ থেকে মনির ট্রেডার্স নামের ওই কারখানাটিতে যোগাযোগ করা হলে তারা জানায় গত সোমবার তাদের কারখানায় কোন সুতা পৌঁছে দেয়নি মোস্তাফিজুর। এ বিষয়ে কারখানার হিসাব রক্ষণ কর্মকর্তা গাজীউর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। তিনি জানান, ৬৬ লাখ ৫০ হাজার টাকার সুতা নিয়ে লাপাত্তা হয়েছে স্টোর ম্যানেজার মোস্তাফিজুর রহমান। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ বলেন, পলাতক মোস্তাফিজুর রহমানকে ধরতে আমরা প্রযুক্তির সহায়তা নিচ্ছি। শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। মোস্তাফিজুর রহমান শেরপুর জেলার নকলা থানার রুনীগাও গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।