রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : উল্লাপাড়ার মোহনপুর গ্রাম থেকে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। জানা গেছে, বুধবার রাতে র্যাব-১২-এর একটি দল মোহনপুর গ্রামের হোসেন আলীর বাড়ি থেকে আমজাদ হোসেন ওরফে ন্যাংড়া আমজাদ নামে জেএমবির এক সদস্যকে গ্রেফতার করে। আমজাদ জেএমবির তামিম ছারোয়ার গ্রæপের সদস্য। সে মোহনপুর ইউনিয়নের দহকুলা গ্রামের আনছার আলীর ছেলে। র্যাব তার কাছ থেকে ল্যাপটপসহ বেশ কিছু জেহাদি বই উদ্ধার করে।
শহর সমন্বয় কমিটির সভা
উল্লাপাড়া পৌর সভার হল রুমে গতকাল বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া পৌরসভা শহর সমন্বয় কমিটির ১০তম সভা অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া পৌরসভার মেয়র এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নগর উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক আবু সাইদ, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম লেবু, রেশমা খাতুন, আজিরন নেছা প্রমুখ। অনুষ্ঠানে টিএলসিসি কমিটির সদস্যগণ তাদের নিজ নিজ ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পৌর মেয়র এসএম নজরুল ইসলাম তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের প্রতিশ্রæতি দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীকান্ত বিশ্বাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।