Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ-২ আসন উপনির্বাচন: দেড় ঘণ্টায় ১২ ভোট

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ৪:০১ পিএম

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : সুনামগঞ্জ -২ ((দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের কেন্দ্রে সকাল ৮ থেকে সাড়ে ৯ পর্যন্ত দেড় ঘণ্টায় ১২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ কেন্দ্রে ৩ হাজার ১০৮ ভোট রয়েছে । এদিকে দিরাই উপজেলার শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত ১ ঘণ্টায় ৭২ জন ভোটার ভোট দেন । এ কেন্দ্রে ভোট ২ হাজার ২৭৩ ভোটার রয়েছে । সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও ভোর থেকে ১০ টা পর্যন্ত পর্যন্ত নির্বাচনী এলাকায় মুষলধারে বৃষ্টি থাকায় ভোটারদের উপস্থিতি কম থাকার কথা বলেছেন কেন্দ্রের নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তারা । তবে ১০ টার পর বৃষ্টি থামালে কেন্দ্রে ভোটারদের কিছুটা উপস্থিতি দেখা যায় ।
সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসন উপ-নির্বাচনে বেলা সোয়া ২ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এ সংসদীয় আসনের ২ টি উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে ১৬ টি ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী এলাকায় সক্রিয় রয়েছে। এছাড়াও পুলিশের ৪৭ টি মোবাইল টিম এবং ১৪ স্ট্রাইকিং ফোর্সসহ র‌্যাব’র ১৫০ জন সদস্য ও বিজিবি'র ১২০ সদস্য নির্বাচনী এলাকায় সার্বক্ষণিক টহল দিচ্ছে।
উল্লেখ্য, গত ৫ই ফেব্রুয়ারি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। গত ২০ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ