Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যালটে সিল মারার অভিযোগ সাক্কুর

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০১ পিএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : মনিরুল হক সাক্কুকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের শুরুতে সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ১৩ নম্বর ওয়ার্ডের হোচ্ছা মিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
সাক্কু অভিযোগ করে বলেন, ‘২৭ নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে সকাল থেকে ৯৯ শতাংশ ব্যালটে সিল মেরেছে সরকারি দলের নেতাকর্মীরা।’
তিনি আরও বলেন, ‘২১ ও ৭ ওয়ার্ডের দুটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পরে আমি গিয়ে তাদের আবার ভেতরে রেখে আসি। কিন্তু কেন্দ্র থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আবারও বের করে দেয় সরকার দলীয় নেতাকর্মীরা।’
এমন পরিস্থিতিতে নির্বাচনে থাকবেন কিনা- সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন করলে নির্বাচনে থাকা কঠিন। তবে নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যায় হোক মেনে নেব।’
নির্বাচন থেকে সরে না যাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ আরও কিছুটা সময় দেখি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ