Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বৃষ্টি : ‘অপারেশন হিট ব্যাক’ স্থগিত

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১১:৫৬ এএম

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের জঙ্গি আস্তানায় পরিচালিত অভিযান ‘অপারেশন হিট ব্যাক’ বৃষ্টির কারণে স্থগিত রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মৌলভীবাজারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলে সোয়াত টিমের সদস্যরা আবার অভিযান শুরু করবে।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সোয়াত টিমের সদস্যরা মৌলভীবাজার পৌঁছান। পরে তারা নাসিরপুরে অভিযান শুরু করেন। অভিযান চালানোর সময় গুলির আওয়াজ শোনা গেছে। তবে রাত সাড়ে ৭টার পর থেকে আর কোনো গুলির শব্দ শোনা যায়নি। রাত ১০টার পর অভিযান বন্ধ করে দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রওশনুজ্জামান সিদ্দিক জানান, নাসিরপুরের অভিযান শেষ হলে বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযান শুরু হবে।
এদিকে বুধবার বিকেল ৩টায় মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও সংলগ্ন কুসুমবাগ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। একই সময়ে সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবন থেকে পূর্ব দিকে নাসিরপুর গ্রামসহ দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুটি এলাকার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।
মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবত থাকবে। মানুষের নিরাপত্তার স্বার্থে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ