বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজারে পৃথক স্থানের দুটি বাড়িতে উগ্রবাদীদের সন্দেহভাজন আস্তানায় এখনো অভিযান শুরু হয় নি। পরিস্থিতি মোকাবেলায় ঢাকা থেকে সোয়াটের একটি টিম মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে উগ্রবাদী আস্তানা হিসেবে ঘিরে রাখা দুটো বাড়ির মালিক এক প্রবাসী বলে জানা গেছে। তার নাম জনৈক সাইফুল ইসলাম। তিনি ইংল্যান্ড প্রবাসী বলে এলাকাবাসী জানান।
বাড়ি দুটির একটি মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকায় ও অন্যটি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার আবু শাহ (রঃ) দাখিল মাদরাসার সড়কের মূল ফটক থেকে তিনশ গজ ভিতরে।
সরেজমিনে বড়হাট এলাকায় গিয়ে দেখাযায়, বড়হাট আবাসিক এলাকায় প্রবেশের সবগুলো সড়কে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এসব সড়ক দিয়ে জনসাধারণের পাশাপাশি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নাসিরপুর এলাকার আস্তানার আশেপাশে আটশ গজ এলাকা পুলিশ ও র্যাব ঘিরে রেখেছে। সেখান থেকে থেমে থেমে গুলির শব্দ শুনা যাচ্ছে।
এদিকে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে সিলেট রেঞ্জের ডিআইজি ও এডিশনাল ডিআইজি পরিদর্শন করেছেন। এরপর বেলা ১টার দিকে পিবিআইর একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করে যায়। তবে পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলছেন না। এ ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ করছে। ওই এলাকা সহ আশেপাশের এলাকার দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় প্রতিদিন যানজট থাকলেও আজ অনেকটাই ফাঁকা রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যাব ও পুলিশ টহল দিচ্ছে।
পুলিশের একটি সূত্র জানায়, সকাল ১১টার দিকে ঢাকা থেকে সোয়াটের একটি টিম মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছে। তারা আসলে অবস্থা বুঝে অভিযান চালানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।