Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরে গণধর্ষণ মামলায় চারজনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ২:৫২ পিএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের এক গৃহবধূকে গণধর্ষণের দায়ে চারজনের মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কমলনগর উপজেলার চর বসু গ্রামের মনা ব্যাপারীর ছেলে সানাউল্যা (৩৫), নোয়াখালীর সুধারাম থানার আন্ডারচর গ্রামের আবুদল গণির ছেলে মো. রহিম (২৫), কমলনগর উপজেলার চর শামসউদ্দিন গ্রামের রফিকুল ইসলাম ব্যাপারীর ছেলে মো. হারুন (৩০) ও একই ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে আবুল কাশেম প্রকাশ (৩০)।

অপর আসামি চর কাদিরা ইউনিয়নের মৃত তাজুল হকের ছেলে আনোয়ার উল্যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

আদালত সূত্র জানা গেছে, ২০১৪ সালের ২২ ডিসেম্বর রাতে কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের ওই গৃহবধূকে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত এই রায় দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ