Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় গাবতলী থানার ওসির আত্মহত্যা

বগুড়া অফিস | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১:০৬ পিএম

বগুড়া অফিস : বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আবদুল্লাহ আল হাসান (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আবদুল্লাহ আল হাসান নাটোরের বড়াইগ্রামের কদমতলা এলাকার হযরত আলীর ছেলে।

বুধবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে থানা প্রাঙ্গণে অবস্থিত অফিসার্স কোয়ার্টারের ভেতরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

বেলা ১২টায় গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা ওসি’র আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলেও যোগ করেন এসআই আবু জাররা।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানও ওসি আ ন ম আবদুল্লাহ আল হাসানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি আত্মহত্যার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।



 

Show all comments
  • ২৯ মার্চ, ২০১৭, ১:১৪ পিএম says : 0
    আজ ২৯ জুমাঃ সাঃ কেমনে হল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ