Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্গন্ধে দূষিত পরিবেশ, যাত্রী দুর্ভোগ সীমাহীন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লার বাগাড়

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে ময়লা-আবর্জনার স্ত‚পে বিপর্যস্ত জনজীবন। সৌন্দর্য বিনষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। ময়লা-আবর্জনার বর্জ্যে পথচারী ও মহাসড়কের যাতায়াতকারী যাত্রীদের নাভিশ্বাস হয়ে উঠেছে। মিরসরাই পৌর ব্যবস্থাপনা ছাড়াও মহাসড়কের পার্শ্বের উক্ত ময়লা-আবর্জনার স্ত‚পে ময়লা ফেলছেন স্থানীয় বাজারের ব্যবসায়ীরা। বিষয়টি যেন দেখে ও দেখছেন না মিরসরাই পৌর কর্তৃপক্ষ। চলতি বছরের জুলাই মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪ লেন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর থেকে উন্মুক্ত করে দেয়া হয় মহাসড়কটি। মহাসড়কের মিরসরাই অংশের ২৮ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে স্থানীয় বাজারের ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে সড়ক ও জনপথের (সওজ) জায়গা। ময়লা-আবর্জনার কারণে মহাসড়কের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি মহাসড়কের পাশে অবস্থিত বাড়িতে বসবাস করা দুঃসাধ্য হয়ে পড়েছে। মিরসরাই পৌর সদরের ডাকবাংলো নামক উক্ত স্থানের পাশ দিয়ে পথচারী ও মহাসড়কে যাতায়াতকারী যাত্রীবাহী বাসের যাত্রীরাও উৎকট গন্ধে অসুস্থ হয়ে পড়ছে বলেও জানা যায়। মহাসড়কের পার্শ¦বর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাক ধরে প্রতিদিন এ স্থানগুলো অতিক্রম হতে হয়। এছাড়া মহাসড়কের বড় দারোগারহাট, নিজামপুর, নয়দুয়ার, বড়তাকিয়া, মিরসরাই পৌর সদর, অচিমিয়ার ব্রিজ, মিঠাছরা বাজার ও বারইয়ারহাট পৌরবাজারের ময়লা ও মহাসড়কের পার্শ¦বর্তী স্থানগুলোতে ফেলা হয়। বিষয়গুলো নিয়ে মাথা ঘামাচ্ছে না মহাসড়ক কিংবা স্ব স্ব এলাকার সংশ্লিষ্ট কেউ। উপজেলার বড় বাজারগুলোর ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় ও সওজের পক্ষ থেকে বাধা না দেয়ার কারণে বেশিরভাগ স্থানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। তাছাড়া কিছু দুষ্কৃতকারী ইচ্ছে করে সওজের জায়গায় ময়লা-আবর্জনা ফেলে তা ভরাট করে সেখানে গড়ে তুলছেন দোকানপাট। মিঠাছরা বাজার পরিচালনা কমিটি মহাসড়কের মিঠাছরা অংশে ময়লা-আবর্জনা ফেলার কারণে ভরাট হয়ে যাচ্ছে মহামায়া খাল। মিরসরাই কলেজের শিক্ষার্থী তৈাহিদুল ইসলাম বলেন, মিরসরাইয়ের সওজের ডাকবাংলোর সামনে মিরসরাই পৌর বাজারের ফেলা ময়লা-আবর্জনার গন্ধে যাতায়াত করা কষ্টকর হয়ে পড়েছে। চট্টগ্রাম শহরে নিয়মিত যাতায়াতকারী সাহাবউদ্দিন বলেন, ময়লা-আবর্জনা ফেলায় সৌন্দর্য নষ্ট হচ্ছে দেশের লাইফ লাইন বলে খ্যাত ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের। গন্ধের কারণে মহাসড়কে যাতায়াতকারী যাত্রীরা শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তাই সংশ্লিষ্ট প্রশাসনের উচিত মহাসড়কের পার্শ¦বর্তী জায়গাগুলো পরিষ্কার করে রাখা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন বলেন, সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা মোটেও উচিত নয়। এতে করে পরিবেশ দূষণ, সড়কের সৌন্দর্য নষ্ট ও রোগ সংক্রমণ হয়। আমি বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা করব। মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিনের কাছে জানতে তিনি বলেন এই বিষয়ে পৌরসভার সকল কাউন্সিলরদের সাথে আলাপ করে খুব শিগগিরই যথাযথ ব্যবস্থা নেব। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৪ লেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জুলফিকুল আলী বলেন, কোনোভাবেই মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। ইতোমধ্যে বারইয়ারহাট পৌর কর্তৃপক্ষকে সড়কের পাশে ময়লা-আবর্জনা না ফেলতে ৩ বার চিঠি দিয়েছি। ময়লাগুলো সরিয়ে ফেলতে দ্রæত তাদের নির্দেশ দেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ