Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্র ও গুলিসহ আটক

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া এলাকা থেকে সোমবার রাতে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আরজেন আলী (২৬) নামে অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত আরজেন আলী ভোলাহাট উপজেলার দুর্গাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। গোমস্তাপুর থানার ওসি শেখ শাহীন কামাল জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া পুলিশ চেকপোস্টে তল্লাশি চালানোর সময় একটি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ মোটরসাইকেল আরোহী আরজেন আলীকে আটক করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জঙ্গিবাদবিরোধী মিছিল ও সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জঙ্গিবাদবিরোধী মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার সকালে জেলা শহরের সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু চত্বর থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল, সাধারণ সম্পাদক আরিফুল রেজা ইমন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মাসরুর, সদর উপজেলা সভাপতি কৌশিক আহম্মেদ, ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ তমাল, নাহিদ সিকদার প্রমুখ। বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ