Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনজিও’র ঋণের টাকা জন্য গৃহবধূ গ্রেফতার

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ভালুকায় পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টশন (পপি) এনজিও ঋণের টাকার জন্য সোমবার রাতে এক অসহায় গৃহবধূ দোলনাকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করেছেন ভালুকা মডেল থানা পুলিশ। জানা যায়, পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী দোলেনা ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে পপি এনজিও ভালুকা পৌর শাখা থেকে গত ১৫ অক্টোবর ২০১৫ইং ৮০ হাজার টাকা ঋণ নেন। এনজিও থেকে ২৫% সার্ভিস চার্জের নামে সুদ ধরে মোট ৯০হাজার ৪শ’ ৮০টাকা ধার্য করে ৪৬ কিস্তিতে ওই টাকা পরিশোধের জন্য সাপ্তাহিক কিস্তি করে দেয়া হয়। পাশাপাশি পপি এনজিও এর মাঠকর্মী ওই ঋণের টাকার বিপরীতে দোলেনার কাছ থেকে কৃষি ব্যাংক ভালুকা শাখার দুটি সাদা চেকের পাতায় স্বাক্ষর করিয়ে নেন। দোলেনার ব্যবসায় মন্দা থাকার পরও অনেক কষ্ট করে সাপ্তাহিক ২হাজার কিস্তি পরিশোধ করে যান। বর্তমানে দোলেনার সঞ্চয়ের টাকা বাদ দিয়ে মোট ৯০ হাজার ৪শ’ ৮০টাকা ঋণের মাঝে ৩০হাজার বাকি রয়েছে। এনজিও এর পক্ষে থেকে ঋণের বাকি টাকা জন্য দোলেনার স্বাক্ষরিত সেই চেক ব্যাংক থেকে ডিজওয়ানার করা হয়। পরে পপি এনজিও এর ভালুকা পৌর শাখার ম্যানেজার বাসুদেব বাদী হয়ে আদালতে এনআইএক্টে একটি মামলা করেন। ওই কর্মকর্তা এক তরফা মামলাটি চালিয়ে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করিয়ে সেই গ্রেফতারি পরোয়ানা হাতে হাতে ভালুকা মডেল থানায় এনে সোমবার রাতে পুলিশ দিয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করান। এ ব্যাপারে পপির ম্যানেজার বাসুদেবের বলেন, আমাদের কাছে থেকে ঋণ নিয়ে ঠিক মতো কিস্তি না দেয়ায় তার বিরুদ্ধে এ মামলা দেয়া হয়েছে। এডাব এর কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম কানক বলেন, ক্ষুদ্র গ্রহীতার বিরুদ্ধে চেক নিয়ে এনআইএক্টে মামলা করার কোন বিধান নেই। বিষয়টি অত্যন্ত দুঃখ জনক।



 

Show all comments
  • sats1971 ২৯ মার্চ, ২০১৭, ৯:৪৮ এএম says : 0
    Before any loan from any where a fresh copy forwarded to Police station for verification and check all documents are ok or not, if ok than make a fresh GD in Thana or not ok set a case against false documents, all documents deposited in the court in future reference. This rules must be introduced other wise suicide and many cases be increased day by day. When any body take any loan please go to police station and open a GD with your documents and when loan will cleared than go to police station and make a GD loan cleared other wise after death after 30 years loan credit will moves to the next generation.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ