Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবচরে মানববন্ধন ও আলোচনা সভা

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : দুর্নীতে প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মাদারীপুরের শিবচরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৭১ চত্ব¡রে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের সততা সংঘের শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম, শিবচর পৌসভার সাবেক মেয়র আঃ লতিফ মোল্লা, মুক্তিযুদ্ধকালীন সাত থানা এরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন খান, মাদারীপুর জেলা পরিষদের সদস্য শাহরিয়ার হাসান খান, উপজেলা দর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলী আকবর খান, সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকা মুন্নি, সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদ্যুৎ কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনায় বক্তারা দুর্নীতির বিভিন্ন কুফল বর্ণনা করেন ও দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহŸান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ