Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়ে শিকল বেঁধে ব্যবসায়ীকে নির্যাতন ইউপি সদস্যসহ আটক ২

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সোনারগাঁ উপজেলায় বিল্লাল হোসেন নামের ব্যবসায়ীকে পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য মোশারফ হোসেন ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় ইউপি সদস্যের অফিসে অভিযান চালিয়ে পায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পিরোজপুর ইউপির ভবনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বারদী ইউনিয়নের আফাজউদ্দিনের ছেলে বিল্লাল হোসেন সোমবার রাতে ফুলদী বাজার এলাকায় একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় পিরোজপুর ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার মোশারফ হোসেনের নেতৃত্বে দুটি সিএনজি যোগে ৮/১০ জনের একটি দল বিল্লালকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে তার অফিসের নিয়ে আসে। পরে রাত ১১টা দিকে মোশারফ ও তার সাথে থাকা কয়েকজন ব্যক্তি তার পায়ে একটি শিকল দিয়ে একটি খামের সাথে বেঁধে দু’দফা নির্যাতন চালায়। এ খবর বিভিন্ন লোক মারফত এলাকায় ছড়িয়ে পড়লে সোনারগাঁ থানার এএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল মোশারফ মেম্বারের অফিসে অভিযান চালিয়ে আটককৃত ব্যবসায়ী বিল্লাল হোসেনকে শিকল কেটে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ভবনাথপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ইউপি সদস্য মোশারফ হোসেন ও তার সহযোগী শাহজাহানকে আটক করতে গেলে মোশারফ হোসেন তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয় অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ ব্যাপারে অপহৃত ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, মোশারফ মেম্বার আমার কাছে টাকা পাবে বলে মিথ্যা অপবাদ দিয়ে জোরপূর্বক তুলে এনে তার অফিসে শিকল দিয়ে বেঁধে মারধর করেছে। আটকৃত ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, আমি বিল্লাল হোসেনের কাছ থেকে জমি কেনার বায়না বাবদ ৬ লক্ষ টাকা পাই। সে টাকা দিবে দিবে বলে কয়েক বছর পার করায় আমি তাকে ধরে এনে টাকা আদায়ের চেষ্টা করেছি। এ ব্যাপারে সোনারগাঁ থানার এএসআই আবুল কালাম আজাদ জানান, এক ব্যবসায়ীকে অপহরণ করে মোশারফ মেম্বার তার অফিসে শিকল দিয়ে র বেঁধে রেখেছে এ অভিযোগে ভিত্তিতে মঙ্গলবার সকালে থানা পুলিশের একটি টিম মোশারফ হোসেনের অফিসে অভিযান চালিয়ে শিকল বাঁধা অবস্থায় বিল্লাল হোসেনকে উদ্ধার করা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ