Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পুনর্বহাল

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করার ৪১ দিন পর আদালতের নির্দেশে আবারো পুনর্বহাল করা হয়েছে। গত সোমবার তিনি যোগদান করেছেন। উল্লে­খ্য, ২০১৪ সালে তৎকালীন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মশিউর রহমানের দায়েরকৃত কথিত রাষ্ট্রদ্রোহী মামলার (মামলা নং ১৯, তারিখ ১৭/০৯/১৪, জিআর ৩০৮/২০১৪) চার্জশীট প্রদানের প্রেক্ষিতে স্থানীয় সরকার পল্ল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত]-এর ১৩ খ(১) ধারা অনুসারে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমানকে গত ১৩ ফেব্রæয়ারি সাময়িকভাবে বরখাস্ত করেন। উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান উক্ত আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের উচ্চ বিভাগে রিট করলে বিজ্ঞ আদালত গত ২ মার্চ উক্ত আদেশকে স্থগিত করে পুনর্বহালের আদেশ দেন। এর প্রেক্ষিতে তিনি গত ৬ মার্চ যোগদানের আবেদন করলে তিনি আদেশ পেয়ে সোমবার যোগদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ