Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরাধ চক্রের খপ্পরে শিশু-কিশোররা

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : পাঁচবিবিতে মাদক মুক্ত করতে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ীরা তাদরে ব্যবসার ধরন পাল্টেছে। নিজেরা আড়ালে থেকে শিশু কিশোরদের দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করছেন। গত ২৩ মার্চ বৃহস্পতিবার পাঁচবিবি থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কিশোরকে ইয়াবা ব্যবসা ও সেবনে জড়িত থাকায় আটক করে। আটককৃতরা হলো পাঁচবিবি পৌর এলকার কলোনি পাড়া গ্রামের শেখ সায়েদের ছেলে শেখ সজিব (১৪) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সনি (১৩), কাদের পাড়া গ্রামের প্রশান্ত রায়ের ছেলে শান্তরায় (১৪) ও কালামের ছেলে মনা (১৪), দানেজপুর গ্রামের সুরতের ছেলে রাফি (১২), পূর্ব বালিঘাটা গ্রামের গোরেন রায়ের ছেলে জনি রায় (১৪)। এদের মধ্যে মনাকে যশোহর শিশু-কিশোর শোধনাগারে পাঠানো হয়েছে। মনা প্রতিদিন ২/৩টি করে ইয়াবা সেবন করত। নেশার টাকা যোগাড় করতে গিয়ে মনা বিভিন্ন জায়গায় চুরি করতে গিয়ে ধরাও পরে। আটককৃত কিশোরদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইয়াবা ব্যবসায়ীরা টাকার লোভ দেখিয়ে তাদের এই পথে নিয়ে এসেছে। প্রতি ইয়াবা বিক্রি করে ২০/৩০ টাকা পেত। ইয়াবা বিক্রি করতে গিয়ে তারা সেবনও করত। এদিকে কিশোরদের আটকের পর কলোনি পাড়া ও রেল বস্তির মাদক ব্যবসায়ীরা ঘরে তালা ঝুলিয়ে গাঁ ঢাকা দিয়েছে। সরেজমিন থানায় গিয়ে দেখা যায়, ৬ কিশোর ব্যাডমিন্টন খেলছে। থানা থেকে পালানোর প্রবণতা তাদের মধ্যে নেই। পরিবার থেকে কেউ খোঁজ নিতে না আসলেও থানা থেকেই তাদের থাকা, খাওয়া ও পোশাকের ব্যবস্থা করা হয়েছে। মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ পেয়ে অপরাধ জগতে পা বাড়ানো কিশোররা ভাল হওয়ার স্বপ্ন দেখছে। এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন, এসব কিশোরদের সংশোধন করে কাজে লাগানো হবে। ১ বছর পূর্বে আটক কিশোর সোহেল থানা থেকে ইলেকট্রিক কাজ শিখছে। এসব কিশোরদের মধ্যে ভাল হওয়ার উৎসাহ বেশি। কেউ তাদের কখনো ভাল হওয়ার কথা বলেনি। একটু পরিবেশ পেলে ওরা ভাল হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ