বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কার চাপায় হামিদা বেগম (৪০) নামে এক নারী কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলতা গাউছিয়া কাপড়ের বাজারের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদা বেগম কুমিল্লা জেলার দাউদপুর থানার বেসেন্দী এলাকার স্বপন মিয়ার স্ত্রী।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, দুপুরে কাপড় নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন হামিদা বেগম।এসময় যশোর থেকে আসা একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বামী স্বপন মিয়া জানান, তাদের দু’জনের রোজগারের টাকায় ছেলে মেয়েদের লেখাপড়া ও সংসার খরচ চলতো।
জানা যায়, প্রতি সপ্তাহে সোম ও মঙ্গলবার ভুলতা গাউছিয়া এলাকায় বৃহত্তর কাপড়ের বাজার বসে। এ বাজারে পুরুষ কাপড় ব্যবসায়ীর চেয়ে নারী কাপড় ব্যবসায়ীর সংখ্যা বেশি।
দুর্ঘটনার পর গাড়ির চালক আলী আকবরকে আটক করেছে পুলিশ। তিনি যশোর জেলার সদর উপজেলার সাখারীগাথি এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।