Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটের শিববাড়ির আতিয়া মহল থেকে দুই জঙ্গির লাশ উদ্ধার

সিলেট অফিস | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১:৪২ পিএম

সিলেট অফিস : সিলেটের শিববাড়ির আতিয়া মহলে কমান্ডো অভিযানে মারা যাওয়া আরও দুই জঙ্গির লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সেনা সদস্যরা ওই দুই জনের লাশ বের করেন। এখন লাশ দুটি পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুটি লাশের শরীরেই সুইসাইড বেল্ট বাধা রয়েছে।

পুলিশ জানিয়েছে, লাশ দুটি পেলে তারা সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করবে।
এদিকে সোমবার উদ্ধার হওয়া নারী জঙ্গি মর্জিনা ও তার স্বামী কাওছারের লাশে ময়না তদন্ত দুপুরের পর শুরু হওয়ার কথা রয়েছে।

রোববার বিকেলে শিববাড়ির আতিয়া মহল দখলে নেওয়ার পর সেনা সদস্যরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। ওই ভবনে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক থাকায় সতর্কতার সঙ্গে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এছাড়া ভবনের আশপাশেও তল্লাশি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ