বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : প্রধানমন্ত্রীর স্বর্ণপদক জয়ী ৬ জনকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পক্ষ থেকে গতকাল (সোমবার) সংবর্ধনা প্রদান করা হয়েছে। চুয়েটের পক্ষ থেকে পদক জয়ীদের শুভেচ্ছা স্মারক তুলে দেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সংবর্ধিতরা হলেন চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসাইন ও নাফিসা তাবাসসুম, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ আবদুর রাজ্জাক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক শারমিন মজুমদার এবং মানবিক বিভাগের শিক্ষক নাজমুল ইসলাম ও মাহমুদা আখতার খানম। তাদের মধ্যে প্রথম চারজন এ বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী। কৃতিত্বের সঙ্গে গ্রাজুয়েশন সম্পন্ন করে তারা এ বিশ্ববিদ্যালয়েই শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। অন্য দুইজনও অন্য বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে গ্রাজুয়েশন সম্পন্ন করে এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূঁইয়া, যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, মানবিক বিভাগের প্রধান ড. মো: কামরুল হাছান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, ড. কিউ.কে.হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।