Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিংয়ে বিশেষ সুবিধা দাবি

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিংয়ের বিশেষ সুবিধা দাবি করা হয়েছে। গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ) অগ্নি নির্বাপক যন্ত্র আমদানিতে শুল্কমুক্ত সুবিধার দাবি জানিয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো এক চিঠিতে সংগঠনটি এ দাবি জানায়। অগ্নি নির্বাপক যন্ত্রপাতির মধ্যে অন্যতম হচ্ছে ফায়ার প্রুফ পেইন্ট ফর প্রি-ফ্যাব্রিক বিল্ডিং। এতে তারা বলেন, বিজিএপিএমইএর আওতায় অনেকগুলো রপ্তানিমুখী শিল্প রয়েছে। যারা প্রি-ফ্যাব্রিক বিল্ডিং সরঞ্জামাদি দ্বারা কারখানা ভবন তৈরি করছে। এসব কারখানার কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন সংস্থা চাপ সৃষ্টি করছে। তাই এ কারখানাগুলোকে নিরাপদ, ঝুঁকিমুক্ত, কমপ্লায়েন্ট ও পরিবেশবান্ধব করতে অগ্নি নির্বাপক সরঞ্জামাদি প্রয়োজন। চিঠিতে এসব যন্ত্রপাতি শুল্কমুক্তভাবে আমদানির দাবি জানান বিজিএপিএমইএ সভাপতি আব্দুল কাদের খান। শুল্কমুক্তভাবে ফায়ার প্রুফ পেইন্ট ফর প্রি ফ্যাব্রিক বিল্ডিং আমদানির অনুমতি চেয়ে আব্দুল কাদের উল্লেখ করেন, আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বন্ডের আওতায় পরিচালিত যে সব রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান প্রি-ফ্যাব্রিক বিল্ডিং সরঞ্জামাদি দ্বারা কারখানা ভবন তৈরি করছে- তাদের এই অনুমতি দেয়া প্রয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ