Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাল পতাকা পুঁতে বন্ধ করা হলো অবৈধ নির্মাণকাজ

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টর, সাতক্ষীরা থেকে

পেরিফেরি সম্পত্তিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত সাতক্ষীরার ঝাউডাঙা বাজারের তামান্না ফিস এর মালিক সেলিম হোসেন আবারো বেপরোয়া হয়ে উঠেছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংস্কারের অনুমতি নিয়ে ঝাউডাঙা ইউনিয়ন তহশীলদার শহীদুল ইসলামের সহযোগিতায় সে আবারো একের পর এক ১০টি পিলার ও সিঁড়ি নির্মাণ শেষে ছাদ নির্মাণের কাজ অব্যাহত রেখেছে। গত শনিবার দুপরের দিকে তিনটি লাল পতাকা পুঁতে ওই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেন অতিরিক্ত জেলা প্রশাসক। ঝাউডাঙা বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, তামান্না ফিস নামের ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সদর উপজেলার পাথরঘাটা গ্রামের সেলিম হোসেন পেরিফেরি সম্পত্তিতে গত অক্টোবরের মাঝামাঝি নাগাদ অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানোর কাজ শুরু করলে ভ্রাম্যমাণ আদালতে তার এক মাসের বিনাশ্রম কারাদÐ করা হয়। একই সাথে ওই ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে লাল পতাকা তুলে দেওয়া হয়। জামিনে মুক্তি পেয়ে সেলিম হোসেন গত বছরের ২ ডিসেম্বর বিকেল থেকে লাল পতাকা সরিয়ে দিয়ে কমপক্ষে ৪০ জন নির্মাণ শ্রমিক নিয়ে তামান্না ফিস এর ভবনের বর্ধিত অংশের নির্মাণের কাজ শুরু করে। জেলা প্রশাসকের নজরে আসায় ওই কাজ বন্ধ করে দেওয়া হয়। নিরুপায় হয়ে সেলিম হোসেন ৪ ডিসেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ব্যবসা প্রতিষ্ঠান সংস্কারের জন্য অনুমতি নেন। এর পরপরই প্রশাসনকে চ্যালেঞ্জ করে ব্যবসা প্রতিষ্ঠানের পশ্চিম দিকে ছয়টি পিলার নির্মাণ করেন। তারা আরো জানান, ঝাউডাঙা ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার শহীদুল ইসলামের সহযোগিতায় গত ২ মার্চ বিকেল থেকে তামান্না ফিস কর্তৃপক্ষ সংস্কারের নামে দোকানের পাশে সিড়ি নির্মাণ কাজ শুরু করে। সদর সহকারি ভ‚মি কমিশনার দেবাশীষ চৌধুরীকে অবহিত করা হলে তিনি তহশীলদার শহীদুল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তহশীলদার ভবন বাড়ানোর কাজ নয়, সংস্কার করা হচ্ছে বলে বিষয়টি কমিশনারকে অবহিত করেন। একটানা কাজ করার পর ১২ মার্চ সকাল থেকে তামান্না ফিস এর পূর্ব পাশে নতুন করে চারটি পিলার ও দেয়াল নির্মাণের কাজ শুরু করে। একপর্যায়ে ১৩ মার্চ পত্রপত্রিকায় ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে কাজ বন্ধ করে দেন তহশীলদার। তবে কৌশলে ওই প্রতিষ্ঠানের ছাদ নির্মাণ করে দেওয়ার ব্যাপারে মালিককে আশ্বস্ত করেন তহশীলদার। এরই অংশ হিসেবে ২৫ মার্চ শনিবার সকাল থেকে তামান্না ফিস এর ভবনের ছাদ নির্মাণ কাজ শুরু করলে ব্যবসায়ীরা বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডলকে অবহিত করেন। তারই নির্দেশে তহশীল অফিসের পিওনসহ তিন জন শনিবার দুপুর ২টার দিকে তিনটি লাল পতাকা পুঁতে ওই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেন। তামান্না ফিস এর মালিক সেলিম হোসেনের ভাই মাসুদ হোসেন জানান, ছাদ দিতে না পারলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করেন। এ ব্যাপারে ঝাউডাঙা ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার শহীদুল ইসলাম তামান্না ফিস এর ভবনে অবৈধ নির্মাণ কাজ চলার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই উল্লেখ করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাল পতাকা পুঁতে শনিবার দুপুরে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তামান্না ফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক অরুন কুমার মন্ডল জানান, লাল পতাকা পুতে শুধু কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ