রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : রাজাপুরের বামনকাঠি গ্রামে গতকাল সোমবার দুপুরে সাপের কামড়ে সাইফুল ইসলাম (১৩) নামে এক মাদ্রসা ছাত্রের মৃত্যু হয়েছে। সাইফুল উপজেলার বামনকাঠি গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে এবং কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। পারিবারিক সূত্র জানায়, সোমবার সকালে নিজ বাড়িতে তার বাবা রান্না ঘরের চাল তৈরি করার সময় বাবাকে সাহায্য করার জন্য সে খড়ের গাদা থেকে খড় আনতে গেলে তার মধ্যে লুকিয়ে থাকা সাপ তাকে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে এলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
পোকা প্রতিরোধক ট্যাবলেট খেয়ে মৃত্যু
রাজাপুরে চালের পোকা প্রতিরোধক ট্যাবলেট খেয়ে পল্লব মিস্ত্রী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পল্লব মিস্ত্রী উপজেলার আওরাবুনিয়া গ্রামের পরিতোষ মিস্ত্রীর ছেলে। পল্লবের মামা বাবুল জানায়, পল্লব জন্ম থেকেই মানুষিক প্রতিবন্ধী। কয়েক দিন থেকেই তার জ¦র হঠাৎ করে গতকাল সোমবার দুপুরে ঘরে থাকা চালের পোকা প্রতিরোধক ট্যাবলেট পেয়ে অনেকগুলো ট্যাবলেট খেয়ে পল্লব অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন প্রথমে তাকে এলাকার চিকিৎসক দিয়ে চিকিৎসা করালে অবস্থার অবনতি হলে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।