Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর রেলওয়ে স্টেশনে প্লাটফর্ম না থাকায় ঘটছে দুর্ঘটনা

যাত্রীদের দুর্ভোগ চরমে

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর শহরের প্রধান রেলওয়ে স্টেশনে প্লাটফর্ম না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছে যাত্রী সাধারণ। জনগুরুত্বপূর্ণ এ সমস্যার দ্রুত সমাধান চায় যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী প্লাটফর্মবিহীন রেলস্টেশন দিয়ে ট্রেনে যাতায়াত করছে। জরুরি ভিত্তিতে চাঁদপুর বড় স্টেশনে প্লাটফর্ম নির্মাণের দাবি জানিয়ে কর্তৃপক্ষকে পত্র দিয়েছে রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ। আসাম বেঙ্গল গেটওয়ে খ্যাত চাঁদপুর-লাকসাম রেলপথ ব্রিটিশ আমল থেকেই দেশের অভ্যন্তরীণ যোগাযাগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। ২০০১ সালে প্রমত্তা মেঘনার আকস্মিক থাবায় চাঁদপুর বড় স্টেশনের প্লাটফর্ম কয়েক ঘণ্টার ব্যবধানে বিলীন হয়ে যায়। গত ১৬ বছরেও প্লাটফর্ম নির্মাণ করা হয়নি। ফলে দুর্ভোগ আর দুর্দশা মাথায় নিয়েই যাত্রীদের চলাচল অব্যাহত রয়েছে। চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আ. হান্নান জানান, চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন রাজস্ব আয়ে চট্টগ্রামের পরেই চাঁদপুরের অবস্থান। দেশের দক্ষিণাঞ্চলের সাথে রেল যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে চাঁদপুর শহরের দুটি স্টেশন ব্রিটিশ আমল থেকেই সারাদেশে পরিচিতির পাশাপাশি বিশেষ ভূমিকা রেখে চলছে। কালের বিবর্তনে এ দুটি রেলস্টেশন বহু বছর ধরে অবহেলিত। যাত্রীসেবার মান খুবই নাজুক। চাঁদপুর-লাকসাম রেলপথকে রি-মডেলিং প্রকল্পের আওতায় এনে প্রত্যকটি রেলওয়ে স্টেশন ভবন পুনঃনির্মাণসহ রেললাইন নতুন করে স্থাপন করা হয়। কিন্তু রহস্যজনক কারণে চাঁদপুর শহরের বড় স্টেশন ও কোর্ট স্টেশনে প্লাটফর্ম নির্মাণ করা হয়নি। রি-মডেলিং প্রকল্পে রেলপথের আমুল পরিবর্তন আনা হলেও প্লাটফর্ম দুটির নির্মাণ কাজ না করায় প্রতিনিয়ত যাত্রীসাধারণ ট্রেনে উঠতে-নামতে নিদারুণ কষ্ট ভোগ করছেন। অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এছাড়া বিভিন্ন জেলার যাত্রীরা রেলপথে কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম যাওয়ার সময় রেলস্টেশন দুটির বেহাল অবস্থা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ