Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক বিক্রেতা ও বখাটেসহ ৫ জনের কারাদন্ড

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সোনারগাঁ উপজেলায় মাদক বিক্রি ও শ্লীলতাহানীর অভিযোগে ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে চার মাদক বিক্রেতাকে ও গতকাল সোমবার সকালে শ্লীলতাহানীর অভিযোগে এ বখাটেকে পৃথক স্থান থেকে আটকের পর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রুবায়েত হায়াত শিপলুর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এ কারাদÐ প্রদান করা হয়। সোনারগাঁ থানার এসআই আব্দুর হক সিকদার জানান, উপজেলার মোগরাপাড়া সাদিপুর এলাকা থেকে আবু হানিফ ওরফে বিশাল (২৭), সানোয়ার হোসেন (২৫), পনির হোসেন (২২) ও স্বাধীন (২০)-কে রোববার রাতে ইয়াবাসহ আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রুবায়েত হায়াত শিপলুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবু হানিফ বিশাল, সানোয়ার হোসেন, ও পনির হোসেনকে ১ বছর করে কারাদÐ প্রদান করা হয় এবং স্বাধীনকে ৬ মাসের কারদÐ প্রদান করা হয়েছে। অপরদিকে, উপজেলার সনমান্দি ইউনিয়নের মাঝের চর এলাকায় সাদিপুর ইউপির পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে উক্ত্যক্ত করার অপরাধে রোকনউদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদÐ প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ