Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে মাকে অনৈতিক প্রস্তাবে রাজি করতে না পেরে প্রতিবন্ধী মেয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছে আলমগীর হোসেন আলম নামের এক নারীলোভী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ ধর্ষক আলমকে ধরতে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রেখেছে। অভিযুক্ত আলম উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মৃত তরব আলীর পুত্র। জানা গেছে, ঝর্ণা বেগম দীর্ঘদিন ধরে এগার বছর বয়সী তার প্রতিবন্ধী মেয়ে শিশুকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন। ছুপুয়াস্থ আমির শার্টস ফ্যাক্টরীতে কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন। আর তার প্রতিবন্ধী মেয়ে মিয়াবাজারস্থ একটি কিন্ডারগার্টেনে নার্সারীতে পড়াশোনা করে। এরই মধ্যে নারীলোভী আলম বেশ কয়েকবার ঝর্ণা বেগমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। সে প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ২১ মার্চ মঙ্গলবার দুপুরে প্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে আলম তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিকেলে মেয়েকে নদীতে গোসল করাতে নিয়ে ঝর্ণা বেগম মেয়ের শরীরের বিভিন্নস্থানে আচড়ের চিহ্ন ও গোপনাঙ্গে রক্ত দেখতে পান। পরে মেয়েকে জিজ্ঞেস করলে সে জানায়, আলম জোরপূর্বক শরীরে আঘাত দিয়েছে। বিষয়টি কাউকে বললে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। স্থানীয়দের বিষয়টি জানিয়ে মেয়েকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত শনিবার চৌদ্দগ্রাম থানায় আলমের বিরুদ্ধে একটি মামলা করেন ঝর্ণা বেগম। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বছির উদ্দিন গতকাল সোমবার জানান, অভিযুক্ত আলমকে ধরতে বিভিন্নস্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ