Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে রাজবাড়ীর কৃষকের

নেই বাড়তি ঝামেলা লাভের অংক অধিক

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : ঔষধি গুনসম্পন্ন কৃষিপণ্য হিসিবে কালোজিরার রয়েছে অনেক চাহিদা। কৃষিতে দিন দিন এর আবাদ বাড়ছে সেইসাথে চাহিদাও বেড়েছে কয়েকগুণ। যার কারণে কৃষকেরা এর আবাদও বাড়িয়েছেন। কৃষকরা অধিক লাভবান হচ্ছেন কালোজিরা চাষ করে। আর এর চাষে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হয়না বলে জানান কৃষক। রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কৃষক আবুল কালাম বলেন, এবছর তিনি দেড় বিঘা জমিতে কালোজিরার চাষ করেছেন । তিনি জানান, কালোজিরা চাষে বিঘাপ্রতি খরচ হয় দেড় থেকে দুই হাজার টাকা। আর প্রতি বিঘা ফসলি জমি থেকে উৎপাদিত কালোজিরা পেয়ে থাকেন ২ থেকে ৩ মণ। এখন প্রতি কেজি কালোজিরার বাজারমূল্য দুইশ’ থেকে দুইশ’ পঞ্চাশ টাকা। আর প্রতি মণ হিসেবে বাজারমূল্য পাচ্ছেন ৮ হাজার থেকে দশ হাজার টাকা। বিঘাপ্রতি বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা কালোজিরা বিক্রি করতে পারছেন তারা। একই গ্রামের অপর কৃষক আব্দুস সামাদ বলেন, অন্যান্য ফসলের চেয়ে কালোজিরা আবাদে খরচ কম হয়, কিন্তু লাভ বেশি, গত বছর ভালো বাজার মূল্য পাওয়ার কারণে কালোজিরার আবাদ বাড়িয়েছেন তারা। কালোজিরা খেলে অনেক রোগ-বালাই সেরে যায় তাছাড়া বাজারে চাহিদা বেশি থাকায় অনেকেই ঝুঁকছেন কালোজিরা চাষে। কৃষকেরা আরো জানান, আবহাওয়া অনুক‚লে থাকায় আর কৃষি বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শের কারণে এবার কালোজিরার ভালো ফলন হয়েছে, সামনে আরো বেশি কালোজিরার চাষ বাড়বে বলে জানান তারা। গত ২৩ মার্চ দুপুরে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে কালোজিরা উৎপাদন বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মূলঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান মিজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, রাজবাড়ী সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. রকিব উদ্দিন, কৃষিবিদ মো. বাহাউদ্দিন, উপ সহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিকুর রহমান, দেওয়ান শহীদ, মো. ইলিয়াছ মিয়া প্রমুখ। বক্তারা এ সময় কালোজিরার গুণাগুণ, উৎপাদন পদ্ধতি, এবং কম খরচে বেশি লাভের ব্যাপারে বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন। রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, শ্রী নিবাস দেবনাথ কালোজিরা চাষ সম্পর্কে বলেন, কালোজিরা চাষে রাজবাড়ীর কৃষকদের বিভিন্ন প্রকার পরামর্শ প্রদান করা হচ্ছে, যে কারণে কৃষকেরা লাভবান হচ্ছেন দিন দিন এর আবাদ বাড়াচ্ছেন বলে জানান কৃষি কর্মকর্তা। এবছর কালোজিরার আবাদ হয়েছে ১ হাজার হেক্টরেরও বেশি জমিতে। গত বছর আবাদ হয়েছিল ৮ শত হেক্টর জমিতে। জেলা কৃষি অফিসের তথ্যমতে, কালোজিরা আবাদের সাথে রাজবাড়ীর জেলার পাঁচটি উপজেলার ২ হাজার ৭ শত জন কৃষক জড়িত আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ