রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত মাদকের উপড়ে ভাসছে। হাত বাড়ালেই মিলছে মাদক। মাদক সেবীদের আনাগোনায় পরিবেশ নষ্ট হচ্ছে। সন্তানদের নিয়ে প্রতিনিয়ত উদ্বিগ্ন থাকে অভিভাবকরা। পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম আটাপাড়া, ভারত সংলগ্ন হওয়ায় মাদক প্রাপ্তি সহজলভ্য। অসাধু মাদক ব্যবসায়ীরা সীমান্ত অতিক্রম করে এখানে মাদকের মজুদ গড়ে তুলছে। সেবনকারীরা ছুটে আসছে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল, দূরপাল্লার কোচে ব্যবসায়ীরা আটাপাড়া রেলগেট প্রকাশ্য ঘুড়ে বেড়াচ্ছে। তাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে যাচ্ছে তাদের গোপন আস্তানায়। সেখানে ফেনসিডিল সেবন শেষে রেলগেটে দিয়ে এসে আটাপাড়া বাজারে চা, পান সেবন করে ফিরে যাচ্ছে। বসে নেই গাঁজা আর ইয়াবা ব্যবসায়ীরা। তারা গোপনে নিয়ে ঘুড়া ফেরা করছে ইয়াবা ও গাঁজা। ক্রেতা চাইলে আড়ালে নিয়ে তাদের সরবরাহ করছে। মাদক সেবীদের অবাধ বিচরনে স্থানীয় অভিভাবকরা সন্তানদের নিয়ে চিন্তিত। কখন তার সন্তান নেশার সঙ্গে জড়িয়ে পড়ে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ছানোয়া হোসেনের নিকট ধর্না দিয়ে প্রতিকার চাইলে তারা বন্ধের আশা প্রদান করলেও মূলত কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি আনোয়ার হোসেনের নিকট ব্যবস্থা গ্রহণের বিষয় জানতে চাইলে তিনি অচিরেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। ভারত থেকে আনা ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকের বিক্রয় বন্ধের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল। আইন প্রয়োগকারী সংস্থার সুদৃষ্টি কামনা করে কোমলমতি সন্তানদের বাঁচাতে অভিভাবকরা আবেদন জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।