Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পোল্ট্রির গর্তে পড়ে ২ শিশুর মৃত্যু

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ভালুকায় পৃথক দুটি পোল্ট্রির লিটারের গর্তে পরে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড মেম্বার ইউসুফ নিলয় জানায় জানায়, চানপুর গ্রামের মোসারফ হোসেনের শিশু সন্তান আসিফ (৬) ওই এলাকার শহিদ মিয়ার পোল্ট্রির লিটারের গর্তে ও নানু বাড়ি বেড়াতে আসা টাঙ্গাইল জেলার নূর জামাল এর শিশু কন্যা নাদিরা (২) সন্ধ্যার পর তাদের প্রতিবেশী রফিকুল ইসলামের পোল্ট্রির লিটারের গর্তে পরে যায়। অনেক খোঁজাখুজির পর ওই এলাকার পৃথক দুটি পোল্ট্রির লিটারের গর্তে তাদের নিথর দেহ পরে থাকতে দেখে এলাকাবাসী। পরে আসিফকে ভালুকা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ও শিশু নাদিরাকে মৃত অবস্থায় গর্ত থেকে তোলা হয়। এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি মামুন অর-রশিদ জানান, ঘটনাটি শুনেছি খুবই মর্মান্তিক, পুলিশ পাঠিয়েছি খবর নেওয়ার জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ