Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চতুর্থ প্রজন্মের স্মার্টফোন স্পাইডার এ৭

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নতুন প্রযুক্তির মোবাইল ফোন সেবা মানুষের হাতে পৌঁছে দিতে দেশের বাজারে মাইসেল নিয়ে এসেছে চতুর্থ প্রজন্মের স্মার্টফোন স্পাইডার এ৭। ফোরজি নেটওয়ার্ক ক্যাট ৪ এলটিই, টেলিশেয়ারিং ও পোর্টেবল হটস্পট সুবিধা রয়েছে স্পাইডার এ৭ স্মার্টফোনটিতে। আছে স্মার্ট রিমোট ফিচার যা দিয়ে চলবে টিভি, ফ্যান, ও এসি। ফোনটি চলবে হাত ও চোখের ইশারায়। নতুন এই ফোন ৫ ইঞ্চি এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে ও ২.৫ ডি কার্ভ সাফায়ার গ্লাসের স্ক্রিন। এন্ড্রয়েড ভার্সন ওএস ৫.১ (ললিপপ)। ১ এঐু (জিএইচ) কোয়াড কোর, ৬৪ বিআইটি (ইওঞ), এমটি ৬৭৩৫ প্রসেসর ১৬ জিবি রম, ২ জিবি জঅগ ফোরজি নেটওয়ার্ক স্পিড। ব্যবহার করা যাবে ডাবল (মাইক্রো) সিম। সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, পিছনে ১৩ মেগাপিক্সেল এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ ফলে পাওয়া যাবে নিখুঁত সেলফি ও ছবি তোলার সুযোগ। এইচডি ভিডিও প্লে­ব্যাক, সঙ্গে আছে জিপিএস, কুইক এবংঃঁৎব, ডাবল ক্লিক ওয়েকআপ, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জি সেন্সর, মোশন সেন্সর, দুরুত্ব নির্নয়ের সেন্সর এবং এফএম রেডিও রেকর্ড করার সুবিধা, ওয়াই-ফাই, ব্লটুথ ও হটস্পট, ৩ ফিংগার স্ক্রিন শট নেয়ার সুবিধাসহ নানান অত্যাধুনিক সুবিধা।অত্যাধুনিক ও আর্কষনীয় কনফিগারেশনের স্পাইডার এ৭ (ঝঢ়রফবৎ অ৭) মডেলের স্মার্টফোন পাওয়া যাবে নিকটস্থ যে কোন মোবাইলের আউটলেটে। স্মার্টফোনটির বাজার মূল্য ধরা হয়েছে মাত্র ১০,৯৯৯/- (দশ হাজার নয়শত নিরানব্বই) টাকা।
ডবন: িি.িসুপবষষ-নফ.পড়স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চতুর্থ প্রজন্মের স্মার্টফোন স্পাইডার এ৭
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ