টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
নতুন প্রযুক্তির মোবাইল ফোন সেবা মানুষের হাতে পৌঁছে দিতে দেশের বাজারে মাইসেল নিয়ে এসেছে চতুর্থ প্রজন্মের স্মার্টফোন স্পাইডার এ৭। ফোরজি নেটওয়ার্ক ক্যাট ৪ এলটিই, টেলিশেয়ারিং ও পোর্টেবল হটস্পট সুবিধা রয়েছে স্পাইডার এ৭ স্মার্টফোনটিতে। আছে স্মার্ট রিমোট ফিচার যা দিয়ে চলবে টিভি, ফ্যান, ও এসি। ফোনটি চলবে হাত ও চোখের ইশারায়। নতুন এই ফোন ৫ ইঞ্চি এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে ও ২.৫ ডি কার্ভ সাফায়ার গ্লাসের স্ক্রিন। এন্ড্রয়েড ভার্সন ওএস ৫.১ (ললিপপ)। ১ এঐু (জিএইচ) কোয়াড কোর, ৬৪ বিআইটি (ইওঞ), এমটি ৬৭৩৫ প্রসেসর ১৬ জিবি রম, ২ জিবি জঅগ ফোরজি নেটওয়ার্ক স্পিড। ব্যবহার করা যাবে ডাবল (মাইক্রো) সিম। সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, পিছনে ১৩ মেগাপিক্সেল এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ ফলে পাওয়া যাবে নিখুঁত সেলফি ও ছবি তোলার সুযোগ। এইচডি ভিডিও প্লেব্যাক, সঙ্গে আছে জিপিএস, কুইক এবংঃঁৎব, ডাবল ক্লিক ওয়েকআপ, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জি সেন্সর, মোশন সেন্সর, দুরুত্ব নির্নয়ের সেন্সর এবং এফএম রেডিও রেকর্ড করার সুবিধা, ওয়াই-ফাই, ব্লটুথ ও হটস্পট, ৩ ফিংগার স্ক্রিন শট নেয়ার সুবিধাসহ নানান অত্যাধুনিক সুবিধা।অত্যাধুনিক ও আর্কষনীয় কনফিগারেশনের স্পাইডার এ৭ (ঝঢ়রফবৎ অ৭) মডেলের স্মার্টফোন পাওয়া যাবে নিকটস্থ যে কোন মোবাইলের আউটলেটে। স্মার্টফোনটির বাজার মূল্য ধরা হয়েছে মাত্র ১০,৯৯৯/- (দশ হাজার নয়শত নিরানব্বই) টাকা।
ডবন: িি.িসুপবষষ-নফ.পড়স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।