Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ৫:২২ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলায় ট্রলির চাপায় রিপন (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত ও অপর আরোহী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে চরফ্যাশন-শশীভূষণ সড়কের এওয়াজপুর ইউপি কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন পটুয়াখালীর গলাচিপা ইউনিয়নের চর বিশ্বাস গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন জেলে ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে রিপনসহ চালক শশীভূষণ থেকে চরফ্যাশনের দিকে আসছিলেন।
এ সময় বিপরীত থেকে আসা একটি ট্রলি সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী রিপনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল চাললকে প্রথমে চরফ্যাশন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ