Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১:১২ পিএম

নাটোর সদর উপজেলার তেলকূপি গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন হাওয়া বিবি (৪৫) নামে এক নারী।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাওয়া বিবি ওই এলাকার মমতাজ হোসেনের স্ত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকালে হাওয়া বিবি রান্না করছিলেন। এসময় শিমুল এসে তার কাছে টাকা চান। এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিমুল ক্ষিপ্ত হয়ে সেখানে থাকা ধান খেত পরিচর্যায় ব্যবহৃত নিড়ানী দিয়ে তার গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাকে বাঁচাতে এলে হাওয়া বিবির বাবা শুকুর খাঁ (৮০) আহত হন। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী শিমুলকে আটক করে পুলিশে হাতে সোপর্দ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ