Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ছয় দফা দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : প্রত্যেক জেলার নিকৃষ্টতম স্থানে রাজাকারদের তালিকা ফলক স্থাপনসহ ছয় দফা দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষা পরিষদের আয়োজনে গতকাল রোববার বেলা ১১টায় নড়াইল চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অগ্নিবীনার চেয়ারম্যান এইচ এম সিরাজ, নড়াইল জেলা মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাংবাদিক কার্ত্তিক দাস, সাথী তালুকদার, কবি মাহাবুবুর রহমান মিঠুসহ অনেকে। বক্তব্যকালে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের যথার্থ সম্মানে দাঁড়িয়ে সালাম দিবেন প্রজাতন্ত্রের কর্মচারী-এ মর্মে সংসদের আইন পাশ, ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিহত এবং তা তৈরির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, প্রত্যেক জেলার কেন্দ্র স্থলে শহীদ ও বীরঙ্গনা স্মৃতিস্তম্ভ নির্মাণ, মহান মুক্তিযুদ্ধে মাতা-ভগ্নিদের অবদান ও আত্মত্যাগকে ‘মুুক্তিযোদ্ধা মর্যাদা’ দান, প্রকৃত মুক্তিযোদ্ধা শহীদ ও বীরাঙ্গনাদের পূর্ণাঙ্গ তালিকা বর্তমান সরকারের আমলে একযোগে জাতীয়ভাবে প্রকাশ ও প্রত্যেক জেলার নিকৃষ্টতম স্থানে রাজাকারদের তালিকা ফলক স্থাপন সম্বলিত ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। মানববন্ধনে রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ