Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলায় গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত কর্মসূচির মধ্যে ছিল- সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতি অ¤øান চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনার পরপরই স্মৃতি অ¤øানে পুষ্পমাল্য অর্পণ, সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় স্থানীয় হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা ইউএনও শাহেদ পারভেজ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. বেলাল হোসেন, থানার ওসি মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আব্দুল মজিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ