Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোয়া মাহফিল ও চলচ্চিত্র প্রদর্শনী

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঘাটাইলে মহান স্বাধীনতা দিবস পালিত হয়। উপজেলা প্রশাসন ও আ’লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজি ও সাংস্কৃতিক সংগঠন এসব অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, জাতির অগ্রগতি কামনা করে দোয়া মাহফিল, মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী প্রভৃতি। গতকাল রোববার সকালে ঘাটাইল জিবিজি কলেজ মাঠে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে স্কুল, কলেজ, কিন্ডারগার্টেনর শিক্ষার্থীসহ বিভিন্ন শিশু-কিশোর সংগঠন এতে অংশ নেয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা, শহিদুল ইসলাম লেবু, মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন, এড. এস আকবর খান, অধ্যক্ষ শামসুল আলম মণি, শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামাল হোসেন, মোঃ হাসান আলী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ