Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আতিয়া মহলের ৭৮ জনকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে

সিলেট অফিস | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ৩:০২ পিএম

সিলেট অফিস : সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান চালিয়ে উদ্ধার করা ৭৮ জনকে একটি বাড়িতে রাখা হয়েছিল। তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিলেন। শনিবার মধ্যরাত থেকে রবিবার (২৬ মার্চ) দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে ৭৮ জনকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার সকাল থেকে আতিয়া মহলে অভিযান শুরু করে সেনাবাহিনীল প্যারা-কমান্ডো টিম। দুপুর নাগাদ তারা ওই বাড়ি থেকে ৭৮ জনকে নিরাপদে উদ্ধার করে আনে। এরপর তাদের ওই এলাকারই একটি বাড়িতে নিয়ে রাখা হয়েছে। এদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৭ জন নারী ও ২১ শিশু রয়েছে।
আতিয়া মহল থেকে উদ্ধার করা পরিবারগুলোর ব্যাপারে তথ্য দিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সেনাবাহিনী। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত ওই প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, ‘৫ তলা বিশিষ্ট আতিয়া ভবনে ৩০টি ফ্ল্যাটে ১৫০টি কক্ষ রয়েছে। এসব কক্ষ, সিঁড়িঘর ও আনাচে কানাচে বিস্ফোরক ছড়ানো ছিটানো রয়েছে। জঙ্গিরা বিস্ফোরক দিয়ে কমান্ডোদের প্রবেশে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এজন্য অপারেশনটি অনেক সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হচ্ছে। তাই অনেক সময় লাগছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ