বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি আতিয়া মহলে চলছে সেনাবাহিনীর ‘অপারেশন টোয়াইলাইট’। হুমায়ুন রশীদ চত্বর থেকে শিববাড়ি পর্যন্ত এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারার মধ্যে সকালে অপারেশন শুরু হয়। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আতিয়া মহল থেকে ৩টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এদিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করায় লক্ষাধিক মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন, আতিয়া মহলে অভিযান অব্যাহত রয়েছে। আতিয়া মহল ঘিরে এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা বলবত রয়েছে।
স্থানীয় শিববাড়ি পাঠানপাড়ার বাসিন্দা ব্যবসায়ী খালেদ খান বলেন, ‘১৪৪ ধারা জারির কারণে আমরা কার্যত ঘরবন্দি হয়ে পড়েছি। কেউ ঘর থেকে বের হচ্ছে না। সকালে আতিয়া মহলের দিক থেকে তিনটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।’
তিনি বলেন, ‘আতিয়া মহলের কাছাকাছি বাড়ি হওয়ার কারণে আমরা আতঙ্কিত। বাড়িতে আমার বৃদ্ধ বাবা, মা ও চাচা রয়েছেন। তারাও আতঙ্কে দিন কাটাচ্ছেন।’
শিবববাড়ির উস্তার মিয়ার মালিকানাধীন আতিয়া মহল নামের বাড়িটি গত বৃহস্পতিবার রাত ৩টা থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার দিনভর দফায় দফায় পুলিশের ফাঁকা গুলি ও বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। বিকেলে ঢাকা থেকে সিলেটে পৌঁছায় সোয়াট টিমের সদস্যরা। তারা জঙ্গি আস্তানা রেকি করে ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে বলে ধারণা করেন।
এদিকে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। সেখানে কান্নার রোল পড়েছে। বিভিন্নজন আহতদের রক্তদেবার জন্য হাসপাতালে ভিড় করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।