Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৈশ প্রহরীকে গলা কেটে হত্যা, গয়না লুট

বগুড়া অফিস | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০৩ পিএম

বগুড়া অফিস : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পৌর এলাকায় নিউমার্কেটের নৈশ প্রহরী মোজাহার আলীকে (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেখানকার একটি দোকান থেকে স্বর্ণালংকার ও রুপার তৈরি গয়না লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গ্যাসের একটি সিলিন্ডার, তালা কাটার যন্ত্র ও ছুরি উদ্ধার করেছে।
এলাকাবাসীর ভাষ্য, রাতে নিউমার্কেটে ঢোকার চারটি প্রধান ফটকে তালা দিয়ে নৈশপ্রহরী পাহারা দিতেন। নিউমার্কেটের পশ্চিম ফটকে সিসি ক্যামেরা ছিল। তিনতলা মার্কেটের নিচতলা ও দোতলায় বিভিন্ন দোকান এবং দোতলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখা ছিল। মার্কেটের তিনতলায় মালিক শামসুদ্দিন আহম্মেদ পরিবার নিয়ে থাকতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ