বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা অর্থবহ হবার জন্য সুদৃঢ় জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ একথা বলেছেন। পার্টির ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুসা বিন ইযহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল মাজেদ আতহারী, পার্টির সউদী আরব শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক নেজামী, কেন্দ্রীয় প্রচার ও দফতর সচিব মুফতি দ্বীনে আলম হারুনী, মহানগর সহ-সভাপতি মাওলানা খন্দকার মুশতাক আহমাদ শরীয়তপুরী, মাওলানা ইকরামুল হক, মুফতি খাইরুল ইসলাম, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মুফতি দিলাওয়ার হুসাইন মাইজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক মুফতি শোয়াইব আহমদ ও মাওলানা মাতলুবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
মাওলানা আবদুল মাজেদ আতহারী বলেন, দেশের যে কোন উন্নতি অগ্রগতির ইস্যুতে দলমত নির্বিশেষে পুরো জাতির অংশগ্রহণ ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন নিশ্চিত হলেই কেবল স্বাধীনতা অর্থবহ হতে পারে। আগামী দিনেও ঠিক সে ভাবেই জাতীয় ঐক্য অপরিহার্য। প্রবাসী নেতা মাওলানা আবদুল খালেক নেজামী বলেন, তাই নেজামে ইসলাম পার্টির নেতা-কর্মীদের ইখলাসের সাথে আত্মত্যাগে ভূমিকা রাখতে হবে। সভাপতির বক্তৃতায় মাওলানা মুসা বিন ইযহার সুপ্রিমকোর্টের প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী মূর্তি অপসারণ, করতেই হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।