Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় আড়াইশ অবৈধ দোকানপাট উচ্ছেদ

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়া শহরের বিভিন্ন এলাকায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রেলবিভাগ কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জাকির হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রেললাইন ঘেঁষে নানা স্থাপনা গড়ে তোলা হয়েছে। এতে করে নিরাপদে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছিলো। ট্রেনের চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান শহরের শাহ ফতেহ আলী ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে কামারগাড়ী পর্যন্ত প্রায় আড়াইশ অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। ডিভিশনাল স্টেট অফিসার (ডিইও) ওয়াহিদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল মঙ্গলবারও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ