পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউরো অঞ্চলের অর্থনৈতিক পুনরুদ্ধার শক্তি অর্জন করেছে এবং একই সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক গতিশীলতা লক্ষ করা গেছে। ব্রেক্সিট অনিশ্চয়তা, চীনের অর্থনৈতিক পুনর্ভারসাম্য ও ধোঁয়াশাচ্ছন্ন নতুন মার্কিন নীতি সত্তে¡ও ইউরো অঞ্চলের অর্থনীতি শক্তিশালী হচ্ছে বলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) বৃহস্পতিবার জানিয়েছে। খবর রয়টার্স। নিয়মিত অর্থনৈতিক বুলেটিনে ইসিবি জানায়, প্রাপ্ত উপাত্ত, বিশেষ করে জরিপের ফলাফল দেখে চলমান অর্থনৈতিক অবস্থার দৃঢ় সম্প্রসারণ ও এটি অব্যাহত থাকার বিষয়ে গভর্নিং কাউন্সিলের আস্থা বেড়ে গেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে জরিপের ফলাফলে প্রবৃদ্ধির শক্তিশালী গতিশীলতা লক্ষ করা গেছে। ইসিবি আরো জানায়, প্রবৃদ্ধি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কওে বৈশ্বিক বাণিজ্য। এক্ষেত্রেও গতিশীলতা লক্ষ করা গেছে। এছাড়া ওয়াশিংটনের সংরক্ষণবাদ হুমকি সত্তেও বৈশ্বিক বাণিজ্য প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি মুক্ত বাণিজ্য নীতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া কিছু বাণিজ্য চুক্তি বিবেচনা করার কথা বলছে দেশটি। একই সঙ্গে আমদানি কর আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসিবি জানায়, নতুন মার্কিন প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির বিষয়টি এখনো পরিষ্কার নয়, তাই অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। এর প্রভাব সারা বিশ্বের ওপর পড়তে পারে। তবে প্রবৃদ্ধি গতিশীল হলেও মূল্যস্ফীতি ততটা বাড়বে না বলে সতর্ক করে দেয় ইসিবি। কারণ অপরিশোধিত তেলের দাম এখনো অনেক কম। এছাড়া মূল্যস্ফীতির ওপর জ্বালানির প্রভাব খুবই কম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।